বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

গাজায় যুদ্ধের অবসান হওয়া উচিৎ : অ্যান্থনি ব্লিঙ্কেন

গাজায় যুদ্ধের অবসান হওয়া উচিৎ : অ্যান্থনি ব্লিঙ্কেন


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন,ইসরাইল তার লক্ষ্য পূরণ করেছে এবং গাজা যুদ্ধের অবসান হওয়া উচিত।যদিও এই আহ্বান অন্তঃসারশূন্য বলেই মনে করা হচ্ছে।ব্লিঙ্কেনের মন্তব্যটি এমন সময়ে এলো,মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ে বাইডেন প্রশাসনের প্রভাব কমে এসেছে।
বাইডেন প্রশাসনের মেয়াদ ফুরিয়ে এসেছে।জানুয়ারিতে হোয়াইট হাউজে আসবেন ডোনাল্ড ট্রাম্প।ইসরাইলকে গাজায় আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে ব্লিঙ্কেন বলেন,’ইসরাইল ফিলিস্তিনি ছিটমহলে হামাসের সামরিক কাঠামো ভেঙে ফেলার কৌশলগত যুদ্ধের লক্ষ্য পূরণ করেছে।‘

বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, “ ইসরায়েল আমাদের বলেছিল যে গাজায় তাদের সামরিক অভিযান চালানোর মূল উদ্দেশ্য ও লক্ষ্য হলো হামাসকে অকার্যকর করা এবং ৭ অক্টোবরের হামলার দায়ীদের হত্যা করা।”

ওয়াশিংটন মনে করে গাজায় ইসরায়েলের দু'টি লক্ষ্যই পূরণ হয়েছে তাই ‘এখন সময় এসেছে যুদ্ধ শেষ করার।’

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮২ জন।এতে করে গত বছরের ৭ অক্টোবর থেকে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা ৪৩ হাজার ৭১২ জনে পৌঁছেছে।বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৩ হাজার ২৫৮ জন আহত হয়েছেন।অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর এক বছরে মধ্যপ্রাচ্যে অন্তত ১১বার সফর করেছেন ব্লিঙ্কেন।

এসব সফরে জিম্মি মুক্তি,গাজায় একটি যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন তিনি।মার্কিন নির্বাচনের আগে যুদ্ধবিরতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও ইসরাইলকে থামাতে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন।এখন প্রায় ক্ষমতা ফুরোনোর শেষ সময়ে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই আহ্বান তেল আবিবের জন্য কোনো চাপ বয়ে আনবে না।

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: