গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, ২১ নারীসহ নিহত ৩৩ জন
শুক্রবার (১৮ অক্টোবর) জাবালিয়া ক্যাম্পে চালানো এই হামলায় আহত হয়েছে ৮৫ জনের বেশি। ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে গাজা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইসরায়েলি বাহিনী বলছে, তারা এই হামলার তদন্ত করছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।
গাজায় ছাড়াও পশ্চিম তীর ও লেবাননে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।
0 coment rios: